বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনামন্ত্রী ও ভাটি বাংলার অহংকার এবং সুনামগঞ্জ-৩ (দক্ষিণ সুনামগঞ্জ-জগন্নাথপুর) আসনের সাংসদ এম এ মান্নান এমপি নিজের পিতৃভিটাতে মহিলা টেকনিক্যাল ইনস্টিটিউট স্থাপনের লক্ষে জেলা প্রশাসকের নিকট নির্দিষ্ট জায়গার দলিল হস্তান্তর করেছেন।
বৃহস্পতিবার (৯ই জুলাই) পরিকল্পনামন্ত্রী এম,এ মান্নান এমপির ডুংরিয়াস্থ পিতৃভিটাতে মহিলা টেকনিক্যাল ইনস্টিটিউট স্থাপনের লক্ষে জেলা প্রশাসকের নিকট জায়গার দানপত্র হস্তান্তরকালে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রীর রাজনৈতিক সচিব হাসনাত হোসাইন।
আরো উপস্থিত ছিলেন সাবেক জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান শিফন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম ও জাভেদ আহমদ।