নিজেস্ব প্রতিবেদক::
দক্ষিণ সুনামগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্যে লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে ডিজিটাল পদ্ধতিতে এই ড্র অনুষ্ঠিত হয়।
লটারির ড্র অনুষ্ঠানের উদ্বোধন করেন দক্ষিণ সুনামগঞ্জ নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি জেবুন নাহার শাম্মী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিক।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিন।
সহকারি শিক্ষক মো. সাইফুল ইসলামের পরিচালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- মো. শাহ জাহান, মাও. ফয়জুল বারী, মৃদুল চন্দ্র তালুকদার, বদরুজ্জামান খান, রিকন চন্দ্র দাস, মো. আলা উদ্দিন, হেলাল আহমদ, শরাফত উল্লাহ, সুমন কান্তি দাশ, রেজুয়ানুল হক, রুবি রানী তালুকদার, ইয়াকুব শাহরিয়ার, তকবীর হোসেন, কামরুজ্জামান, শের জাহান, রুমা রানী দেবী ও নন্দিতা দে অভিভাবক জামিউল ইসলাম তুরান, বিমল দাশ ও রঞ্জিত সূত্রধর প্রমুখ।