দরগাপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রওশন খাঁন সাগর দরগাপাশা ইউনিয়নবাসীকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানান তিনি।
শুভেচ্ছা বার্তায় রওশন খাঁন সাগর বলেন, পুরাতন দুঃখ, গ্লানি দূর করে আসে নতুন বছর। বার্তা দেয় সুখী, সমৃদ্ধি এক নতুন আগামীর। গেলো একটি বছর ছিলো বিশ্ববাসীর জন্য বিষাক্ত। সকল জরাজীর্ণতা দূর করে মায়াময়ী হয়ে উঠুক গোটা পৃথিবী।
রওশন খাঁন বলেন, দরগাপাশা ইউনিয়নবাসী আমার আত্মার আত্মীয়। একবার তারা আমাকে তাদের সেবা করার সুযোগ দিয়েছিলেন বলে আমি তাদের সেবা করেছি। আরেকবার তাদের কাছে সে সেবা করার সুযোগ চাইবো। তারা যদি আমাকে সে সুযোগ দান করেন তাহলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে তাদের সেবক হিসেবে নিযুক্ত হতে চাই। (বিজ্ঞপ্তি)